স্বাগতম স্বপনীল ভুবনে: পিসিকে Log off, Lock, Shutdown, Restart, Sleep, Hibernate, Hybrid Sleep করতে একটি মাত্র ক্লিকই যথেষ্ট

About

Wellcome To Visit My Website..Thank You..!

Saturday, 11 May 2013

পিসিকে Log off, Lock, Shutdown, Restart, Sleep, Hibernate, Hybrid Sleep করতে একটি মাত্র ক্লিকই যথেষ্ট


                                   “বিসমিল্লাহহির রাহমানির রাহিম”

CMD_F

১. প্রথমে আপনার মাউস এর রাইট বাটনে ক্লিক করুন। এখন New এ গিয়ে Shortcut এ ক্লিক করুন।
Sh01

২. এখন এমন একটি ডায়ালগ বক্স দেখতে পাবেন। ওখানে লিখুন shutdown.exe -s -t 00
Sh02
তারপর Next এ ক্লিক করুন। (এখানে ‘00’ সেকেন্ড নির্দেশ করে। আপনি চাইলে আপনার ইচ্ছামত সেকেন্ড বসিয়ে সেই সময় পর Shutdown এবং Restart এর সুবিধা পেতে পারেন।)

৩. তারপর এরকম ডায়ালগ বক্স পাবেন। এখন আপনার ইচ্ছামত নাম দিয়ে Finishবাটনে
ক্লিক করুন। এক্ষেত্রে Shutdown দিতে পারেন।
Sh03

ব্যাস কাজ শেষ! একটু দাঁড়ান, অনুষ্ঠান এখনো শেষ হয়নি। কি করে ভাবলেন কাজ শেষ!!
হলিউড, বলিউড এর নায়িকারা না হয় জামা পরে কি না পরে তার ঠিক নেই, কিন্তু এরা তো আর ঐ সব ফালতু জিনিস না :p
তাই আসুন এদের জামা পড়িয়ে দেই।

শর্টকার্ট এর জামা (আইকন) পড়ানোর জন্য শর্টকার্টটির উপর মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করে Properties এ যান। এরকম ডায়ালগ বক্স আসবে।
Sh04

তারপর Change Icon এ  ক্লিক করুন। আপনার পছন্দমত আইকন দিয়ে Apply করে OK করুন।
এবার সত্যিই কাজ শেষ।

এখন বাকি সব গুলোর ক্ষেত্রে ঠিক একই ভাবে উপরের সব কাজ গুলো করবেন শুধুমাত্র যেখানে
shutdown.exe -s -t 00 লিখেছিলেন সেখানে

Log off এর ক্ষেত্রে হবেঃ
shutdown.exe -l
Lock এর ক্ষেত্রে হবেঃ
rundll32.exe User32.dll,LockWorkStation
Restart এর ক্ষেত্রে হবেঃ
shutdown.exe -r -t 00
Sleep/Standby এর ক্ষেত্রে হবেঃ
rundll32.exe powrprof.dll,SetSuspendState 0,1,0
Hibernateএর ক্ষেত্রে হবেঃ
rundll32.exe powrprof.dll,SetSuspendState
Hybrid Sleepএর ক্ষেত্রে হবেঃ
rundll32.exe powrprof.dll,SetSuspendState Hybrid Sleep


No comments:

Post a Comment

ধন্যবাদ.....

Pages (18)Previous 12345678 Next

Subscribe Us

back-to-top

Most Popular