আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । Proxifire এ ফ্রি নেট বন্ধ হওয়ার পর আমি ফ্রি নেট বিষয়ে কয়েকটি টিউন করেছিলাম , যেখানে Handler ব্যবহার করা হয়েছিল । সেটা এখনও কাজ করে কিন্তু মজা নেই । সর্বশেষ টিউন করার পর আমি কারও কোন কমেন্ট/ প্রস্নের জবাব দিইনি । কারন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের জন্য ফ্রি নেটের ভাল কোন ব্যবস্থা করার পর আমি ফিরে আসব । আজ সেই দিন । আমাকে সবাই ক্ষমা করবেন । আজ আপনাদের যে পদ্ধতি দেব তা খুব সহজ । স্পীড খুব ভাল পাবেন । যেকোন ব্রাউজার এ IDM সহ - ইচ্ছামত ব্রাউজ ও ডাউনলোড করতে পারবেন । যারা Proxifire ব্যবহার করতেন তারা নিশ্চয় বুঝতে পারছেন । যাহোক -
১। এখান থেকে ISPCE PORTABLE.rar ফাইলটি ডাউনলোড করুন ।
২। এখান থেকে config ফাইল ডাউনলোড করুন । ফাইলটি Desktop বাদে অন্য কোন ড্রাইভে রাখুন ।
৩। এবার gpmms দ্বারা মডেম কানেক্ট করুন । Redial চালু করুন যেন ৩ মিনিট পর পর অটো কানেক্ট হয় ।
৪। ISPCE ওপেন করুন । File থেকে Load config File এ ক্লিক করুন ।
৬। নিচের ছবিগুলোর মত অটো সেটিং লোড হবে । আপনাকে কোন পরিবর্তন করতে হবে না ।
৭। এবার নিচের ছবির মত Start এ ক্লিক করুন । মিনিমাইজ করে রাখুন ।
৮। এবার আপনি যে ব্রাউজার ব্যবহার করতে চান তাতে proxy – port সেট করতে হবে । আমি এখানে Mozilla Firefox এ দেখালাম ।
Tools-Options-Advanced-Network-Manual proxy configuration থেকে HTTP proxy দিন - 127.0.0.1 এবং port দিন 8080 . ok ক্লিক করুন । আপনার ব্রাউজার এখন ফ্রি নেট ব্যবহার করার উপযোগী ।
৯। ডাউনলোড করার জন্য IDM ( Internet Download Manager ) ব্যবহার করুন । IDM এ Options- Proxy থেকে Use HTTP Proxy তে টিক দিন । proxy দিন - 127.0.0.1 এবং port দিন 8080 . ok ক্লিক করুন । আপনার IDM এখন ফ্রি ডাউনলোড করার উপযোগী ।
এখন থেকে নেট ব্যবহার করতে চাইলে প্রথমে gpmms দ্বারা মডেম কানেক্ট করুন , এরপর ISPCE ওপেন করে start এ ক্লিক করে মিনিমাইজ করে রাখুন ।
No comments:
Post a Comment
ধন্যবাদ.....