স্বাগতম স্বপনীল ভুবনে: Computer Hardware

About

Wellcome To Visit My Website..Thank You..!

Showing posts with label Computer Hardware. Show all posts
Showing posts with label Computer Hardware. Show all posts

Wednesday, 10 July 2013

কম্পিউটার সমাচার, ( Power Supply Unit )

শতকরা ৯৫ ভাগ ব্যাবহারকারী এই জিনিসটাকে অবহেলা করেন। অনেকে তো জানেন ই না এটা কোথায় থাকে অথবা এটার কাজ কি, এটা এত গুরুত্বপূর্ণ কেন। কি, জানেন নাকি?????????????????????? জানতে চাইলে নিচে দেখতে থাকুন। পাওয়ার সাপ্লাই নিয়ে আপনার সমস্ত ভুল ধারনা আজ পরিবর্তিত হয়ে যাবে।


আশা করি মহান আল্লাহ এর রহমতে ভাল আছেন। আমার ওজন বেড়ে গেছে। আসলে কুরবানিতে ওজন না বাড়লে কুরবানিটা তো জমেই না। তবে ভাইবেন না, কাল থেকে জিমে যাচ্ছি। এইবার সালমান বডি বানিয়েই ছাড়বো ইনশাল্লাহ।
আপনি বহুত মালপানি খরচ করে একটা দামি কম্পিউটার কিনলেন। কিন্তু পাওয়ার সাপ্লাই নিলেন সাধারন মানের। ” কেল্লা ফতে ” আমাকে একটা ১৫০ টাকার স্ট্যাম্প দেন। ১০০% টাকা ফেরত গ্যারান্টি দিয়ে বলবো ওয়াররেনটি শেষ হবার আগেই আপনার কম্পিউটার এর যে কোন একটা কিছু নষ্ট হবেই। আপনি তা যত ভালই বা যত দাম দিয়ে কিনেন না কেন। আর তখন আপনি বোকার মত বিবেচনা না করেই বলবেন ” শালার পুতে জিঞ্জিরার ২ নাম্বার মাল দিসে, আজকা তর একদিন কি আমার যে কয়দিন লাগে ” । তাহলে আশা করি পাওয়ার সাপ্লাই এর গুরুত্বটা বুঝতে পারছেন।
পাওয়ার সাপ্লাই ইউনিট কম্পিউটার এ সকল যন্ত্রাংশের মধ্যে বিদ্যুৎ প্রবাহ
নিশ্চিত করে। এ প্রবাহ তারের সাহায্যে মাদারবোর্ডে বিদ্যুৎ প্রবাহের জন্য সংযোগ দেয়া হয় যা মাদারবোর্ডের মাধ্যমে সকল জায়গায় প্রবাহিত হয়। আর হার্ডড্রাইভ, ডিভিভি রম এ আলাদাভাবে এই সংযোগ দেয়া হয়। আমরা সকলে বাজারের সাধারন মানের ১৬০০-২০০০ টাকা দামের কেসিং ব্যাবহার করি। এতে লেখা থাকে ৩৫০-৪০০ ওয়াট পাওয়ার সাপ্লাই। কিন্তু সব বাটপারি। এরা মাত্র ২০০-২৫০ ওয়াট পাওয়ার সরবরাহ করতে পারে। কারন টা জানতে ইচ্ছা করছে কি? কারন হচ্ছে ভালমানের একটি ৩৫০-৪০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই এর দাম ২৫০০-৩০০০ টাকা। তাহলে বুঝেন, ওইসব পাওয়ার সাপ্লাই এর গায়ে যা লেখা থাকে তা দেয়া থাকে না কেন। আমি ধরে নেই আপনি Core 2 Duo প্রসেসসর, মাঝারি মানের মাদারবোর্ড, ২ গিগাবাইট র‍্যাম, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ, ব্যাবহার করেন। তাহলে আপনাকে কমপক্ষে ৩৫০ ওয়াটের পাওয়ার সাপ্লাই ব্যাবহার করতেই হবে। কিন্তু আপনি
Pages (18)Previous 12345678 Next

Subscribe Us

back-to-top

Most Popular