স্বাগতম স্বপনীল ভুবনে: এবার আপনার কম্পিউটারে লক লাগান যে লকটি আপনার সব কিছুর নিরাপত্তা দেবে এবং আপনি ছাড়া অন্য কেউ কিছুতেই খুলতে পারবে না এই লক

About

Wellcome To Visit My Website..Thank You..!

Sunday, 28 April 2013

এবার আপনার কম্পিউটারে লক লাগান যে লকটি আপনার সব কিছুর নিরাপত্তা দেবে এবং আপনি ছাড়া অন্য কেউ কিছুতেই খুলতে পারবে না এই লক

আসসালালামু আলাইকুম,



আশা করি সবাই ভাল আছেন এবং আমি দোয়া করি আপনারা সবাই যেন ভাল থাকেন এবং
আমার জন্য ও দোয়া করবেন।
এখন যে সফটওয়্যারটি আমি আপনাদের সাথে শেয়ার করবো
এটি মুলত ৪-টা কাজের জন্য আপনাকে নিরাপত্তা দেবে।
( ১ ) আপনার কম্পিউটার বা ল্যাপটপে কেউ আপনার অগোচরে এতে পেন ড্রাইভ ব্যাবহার
করতে পারবেনা,এবং সে যদি ও ইনপুট করে এতে যদি কোন ধরনের ভাইরাস থাকে তাহলে
আপনার পিসিতে সেটি ইনস্টল ও হবেনা( পরীক্ষিত )সে যদি আপনার পিসিতে পেন ড্রাইভ
ইউজ করতে চায়,আগে তাকে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে,তারপর সে তার পেন
ড্রাইভ ব্যাবহার করতে পারবে
( তবে সে চাইলে ভাইরাস স্ক্যান করতে পারবে শুধুমাত্র )
( ২ ) আপনার কম্পিউটার/ল্যাপটপ এর হার্ড ডিস্ক ও কেউ এক্সেস করতে পারবেনা
( ৩ ) যে কোন ধরনের আউটার হার্ড ডিস্ক এবং আউটার কোন কিছু সে ব্যবহার
করতে পারবেনা/ফ্লপি ডিস্ক ও নয়/( যদি ও এখন এর ব্যাবহার আর দেখা যায়না)
( ৪ ) আপনার পিসি বা ল্যাপটপ থেকে কেউ নেটওয়ার্কিং/শেয়ারিং করতে পারবেনা।
দেখুন এর ব্যাবহার

প্রথমে ইনস্টল করে নিন আপনার সিস্টেমে তারপর এটি রান হবে, রান ক্লোজ করে আপনি
আগে তার প্যাঁচ টা করে নেবেন।এবং এবার ওপেন করে আইকনে ক্লীক করে আপনি
তার  মাস্টার পাসওয়ার্ড সেট করে দেবেন,এবং পরবর্তীতে আপনি যখন নিজে ও কোন
কিছু ব্যবহার করতে যাবেন আপনি নিজে ও সেই পাসওয়ার্ড দিয়ে তারপর আপনার
পেন ড্রাইভ ব্যাবহার করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি তার সঠিক পাসওয়ার্ডটি
দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পেন ড্রাইভকে খুলতে পারবেন না।
এবং এর ব্যাবহার নিয়ে কোন ভয় নেই আপনার। মনে করুন আপনার অনুপস্থিতে
সেই ব্যবহারকারী কিছুটা নেটে পাকাপোক্ত। কিন্তু কিছুই করতে পারবেনা সে
কারন তাকে ডিলেট করতে গেলে ও পাসওয়ার্ড দিতে হবে,এবং এ্যাড/ রিমুভ
প্রোগ্রামে তাকে পাওয়া যাবেনা তাকে ইনস্টল করতে হলে আপনাকে এই
সফটওয়্যারের এর মুল ইন্টার ফেস এ আসতে হবে তাই  যদি
এর পাসওয়ার্ড  অন্য কেউ না জানে তাহলে সে এখানে আসবে কি করে।
কিছু স্কিন সর্ট দিলাম আপনাদের জন্য।
ইনস্টল শেষে এখানে মাষ্টার পাসওয়ার্ড দিবেন তবে খেয়াল রাখবেন যাতে ভুলে না যান।
তারপর এই ইন্টারফেস আসবে এখানে আমি ( শুধুমাত্র আমার পিসিতে কেউ যাতে পেনড্রাইভ
ব্যাবহার করতে না পারে এই সিস্টেমটি  সক্রিয় করেছি  ) এবং বাকিগুলো আমি ব্যবহার
করবো না তাই সিলেক্ট করি নাই আপনি আপনার পছন্দ অনুযায়ী বেছে নিন,
কোনটা দরকার আপনার এবং ওখানে মাউস দিয়ে
ক্লীক করলেই সক্রিয় হবে।
এখানে দেখুন আমার নিরাপত্তা বলয় কত টুকু সক্রিয় আমাকে সেটা দেখাচ্ছে। আমি পূর্বে
আপনাদের কে দেখিয়েছিলাম যে “আমি শুধুমাত্র আমার পেনড্রাইভ ব্লক করে ছিলাম তাই
এখানে সে শুধুমাত্র একটি জিনিস ই দেখাচ্ছে,দেখার জন্য Detailed Summary তে ক্লীক করবেন।
আপনি যদি তাকে  রিমুভ বা পাসওয়ার্ড বদল করতে চান তাহলে এর মুল ইন্টারফেস থেকে
Program Options এ ক্লীক করবেন এরপর রিমুভ বা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন,এখানে
আরো কিছু অপশন দেখা যাচ্ছে এগুলো দেখে নিন
এই হল সব শেষ কাজটি,আমি এখন একটা পেনড্রাইভ ইনপুট করলাম আমার সিস্টেমে
অটোমেটিক্যালি এই ছোট্ট উইন্ডোটি এসে গেল,এবং পাসওয়ার্ড দিতে বলছে
আমি যতক্ষণ না এর সঠিক পাসওয়ার্ড দেব ততক্ষণ আমি পেনড্রাইভ কে
খুলতে পারবোনা।
 সফ্টওয়্যার ডাউনলোড করতে নিচের লিংকে ক্লীক করুন।
প্যাঁচ ফাইল ডাউনলোডের জন্য নিছে ক্লীক করুন।

আজ আর নয় আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানেই ইতি,
ভাল লাগলে কমেন্ট করবেন

No comments:

Post a Comment

ধন্যবাদ.....

Pages (18)Previous 12345678 Next

Subscribe Us

back-to-top

Most Popular