আজকের এই পোস্ট টা একপ্রকার 2 in 1 পোস্ট। কারন, এটায় একদিকে দেখবেন কিভাবে shortcut arrow ফিরিয়ে আনা যায় আর অন্য দিকে দেখবেন কিভাবে আগের পোস্টের অসুবিধা গুলো ছাড়াই shortcut arrow লুকিয়ে ফেলবেন। তাহলে শুরু করা যাক,—-
পদ্ধতি ১ (Time pass পদ্ধতি): আপনার হাতে যদি যথেষ্ট সময় থাকে তবে এই পদ্ধতির সাহায্য নিন।
১.১: Desktop icon এর shortcut arrow ফিরিয়ে আনার জন্য নিচের লেখা গুলি Notepad-এ কপি করুন ও যে কোনও নাম দিন (যেমন: Restore Shortcut Arrow) এবং extension name দিন .reg ও সেভ করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\lnkfile]
“IsShortcut”=”"
[HKEY_CLASSES_ROOT\InternetShortcut]
“IsShortcut”=”"
[HKEY_CLASSES_ROOT\piffile]
“IsShortcut”=”"
[HKEY_CLASSES_ROOT\WSHFile]
“IsShortcut”=”"
[HKEY_CLASSES_ROOT\lnkfile]
“IsShortcut”=”"
[HKEY_CLASSES_ROOT\InternetShortcut]
“IsShortcut”=”"
[HKEY_CLASSES_ROOT\piffile]
“IsShortcut”=”"
[HKEY_CLASSES_ROOT\WSHFile]
“IsShortcut”=”"
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Shell Icons]
“29″=-
এরপর ফাইল টির ওপর Double click করুন বা Right click করে Merge-এ click করুন। যে window open হবে তাতে Yes করে দিন।
১.২: Desktop icon গুলোর shortcut arrow লুকিয়ে ফেলতে হলে একই ভাবে নিচের লেখা গুলো Notepad-এ কপি পেস্ট করে যে কোনও নামে সেভ করুন (যেমন: Remove Shortcut Arrow) এবং extension name .reg দিন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\explorer\Shell Icons]
“29″=”%SystemRoot%\\Blank.ico,0″
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\explorer\Shell Icons]
“29″=”%SystemRoot%\\Blank.ico,0″
একই ভাবে এটিকেও Merge করুন। নতুন Window এলে এক্ষেত্রেও Yes করে দিন।
পদ্ধতি ২ (চটজলদি পদ্ধতি): হাতে সময় বেশি না থাকলে বা কাজটি নির্ঝঞ্ঝাটে করতে চাইলে এই পদ্ধতির সাহায্য নিন।
এটি সর্বাপেক্ষা সহজতর। নিচের লিঙ্কে দেওয়া zip file টি download করে নিন। এখানে দুটি .reg ফাইল তৈরি করে দেওয়া আছে। এরপর unzip বা open করে আপনার দরকারি .reg (registry) ফাইল টি Merge করে নিন।
DOWNLOAD LINK (MF) [মাত্র ৯০২বাইট]
Shortcut remove করার পরের Screenshot আগের পোস্টে দিয়েছিলাম, তাই আজকের পোস্টে আর দিলাম না, বদলে shortcut arrow আবার আনার পরের Screenshot দিচ্ছি——–
*****মনে রাখবেন, যে কোনও .reg ফাইল Merge করার পর অবশ্যই কম্পিউটার restart বা Log off করে Log on করতে হবে। *****
বিশেষ দ্রষ্টব্য: এখানে দেওয়া পদ্ধতিতে shortcut arrow hide/remove করলে কোনও সমস্যা হবে না। পদ্ধতি দুটি Windows Vista ও Windows 7-এ পরীক্ষা করা হয়েছে, কোনও রকম সমস্যা নেই, Windows XP, 2000, 98 ইত্যাদি OS গুলিতে চালিয়ে দেখা হয়নি, তাই কাজ করবেই, এমন বলতে পারছি না। আপনারা ব্যাবহার করে দেখতে পারেন। যদি কেউ এগুলি Windows Vista ও 7 ছাড়া অন্য কোনও OS-এ চালিয়ে থাকেন, দয়া করে কাজ করছে কিনা comment করে জানাবেন।
No comments:
Post a Comment
ধন্যবাদ.....