স্বাগতম স্বপনীল ভুবনে: নিয়ে নিন Glass Skin Theme Pack এর নতুন version।

About

Wellcome To Visit My Website..Thank You..!

Sunday, 6 January 2013

নিয়ে নিন Glass Skin Theme Pack এর নতুন version।


সসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।কি করবো নতুন কোন কিছু পেলে আপনাদের সামনে হাজির হতে হয়।যাই হোক কাজের কথায় আছি।আমি এর আগেও এই  পোস্টটি করেছি তাই আমি  just copy করলাম ।এটা নতুন বের হয়েছে তাই আবার  share করলাম।
এটি একটি skin pack।এটি শুধু উইন্ডোজ ৭ এ সাপোর্ট করে।এই skin pack দিলে কম্পিউটার অনেক ফাস্ট হয়।আমি নিজে ব্যবহার করছি কম্পিউটার অনেক ফাস্ট আর ব্যবহার করে অনেক মজা পাছছি।প্রথমে ডাউনলোড করবেন।পরে ডাউনলোড হলে ইন্সটল করবেন ইন্সটল করর সময় দেখবেন ৩ টা ফাইল আসবে যদি টিক থাকে তাহলে ঠিক আছে।যদি না থাকে তাহলে দিয়ে দিবেন। ইন্সটল হয়ে গেলে কম্পিউটার রিস্টাট করবেন।ব্যাছ হয়ে গেল।এরপর নিচের মত আসবে। যাদের ৩২ বিট তারা ৩২ বিট ডাউনলোড করবেন।আর যাদের ৬৪ বিট তারা ৬৪ বিট ডাউনলোড করবেন।
যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন তারা ভুলাও ডাউনলোড করবেন না। কিছু হলে
আমি দায়ি থাকব না।
ও আর একটা কথা x86 মানে ৩২বিট x64 মানে ৬৪ বিট।
নামঃ Glass Skin Theme Pack 2.0 for Windows 7 x86/x64 
Screenshot:
ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন। আর একটা কথা আমি দেখছি আপনারা কনো কমেন্ট করেন না তাহলে আমি বুজব কি করে আপনাদের পোস্ট ভাল লাগছে।তাই বলছি কমেন্ট করবেন। আগামী দিন হাজির হব নতুন কোন কিছু নিয়ে, ততদিন ভালো থাকবেন সুন্দর থাকবেন আর ফুরতিতে থাকবেন।

No comments:

Post a Comment

ধন্যবাদ.....

Pages (18)Previous 12345678 Next

Subscribe Us

back-to-top

Most Popular