স্বাগতম স্বপনীল ভুবনে: আপনার পেনড্রাইভে কি কোনো কারণে জায়গা কমে গেছে? (যেমন- 4 Gb পেনড্রাইভ 2 Gb দেখাচ্ছে ) চলুন সমাধান করে ফেলি ।

About

Wellcome To Visit My Website..Thank You..!

Saturday, 5 January 2013

আপনার পেনড্রাইভে কি কোনো কারণে জায়গা কমে গেছে? (যেমন- 4 Gb পেনড্রাইভ 2 Gb দেখাচ্ছে ) চলুন সমাধান করে ফেলি ।


আপনার পেনড্রাইভের জায়গা কি কোনো কারণে কম দেখাচ্ছে ? কম্পিউউটার ম্যানেজমেন্ট / ডিস্কম্যানেজ মেন্ট থেকেও কোনো সুরাহা করতে পারছেন না? চলুন দেখি আপনাকে কোনো রকমসাহায্য করতে পারি কিনা ! কারণ আমিও এক ই সমস্যায় পড়েছিলাম।
কোন কারণে আমার এই সমস্যা শুরু হয়েছিল
আমি আমার পেন ড্রাইভে গুগলের Chrome Os Vanila বুট করেছিলাম। পরে ওটাকে ফর্মাট করেই ঝামেলার শুরু। আমার 4 Gb পেনড্রাইভ 2 gb দেখায় । কম্পিউটার ম্যানেজমেন্টে গেলে পুরো পেন ড্রাইভের জায়গার হিসাব পাই বটে কিন্তু আন-অ্যালোকেটেড দেখায় বাকি অংশ।
সাধারণ ভাবে অন্য সময় ডিলিট অপসন দেখায়। কিন্তু এখন আর ডিলিট অপসন পাই না।



অংশটি কোনমতে তাই আর ফর্ম্যাট বা ডিলিট করা যাচ্ছে না। সুতরাং 4 Gb আমার পেনড্রাইভ এখন 2 gb-র। মহা ঝামেলার।
সমস্যার সমাধান করার উপায়-
প্রথমে এটা কে ডাউন লোড করুন
বা
এটা যদিও ফ্রি সফটওয়্যার নয়। তবে এর ফ্রি ভার্সনেই আমাদের কাজ মিটে যাবে।
এটা কে ওপেন করুন।
একেবারে নিচের অপসনটিফে ক্লিক করুন Continue for free

এবার এখানে আপনার ড্রাইভ গুলো দেখাবে।এরমধ্যে থেকে আপনার পেনড্রাইভকে খুঁজে নিন।এখানে দেখুন আমার সনির পেনড্রাভটা দেখাচ্ছে।
এটাকে সিলেক্ট করে নিচের Continiue বাটনে ক্লিক করুন
এবার যে উইন্ডো আসবে সেখান থেকে Low level format ট্যাবে ক্লিক করুন এবং নিচে Format this drive বাটনে ক্লিক করুন
নিচের মতো সতর্ক বার্তা আসলে YES করুন।
ফর্টম্যাট শুরু হবে । মিনিট চারপাঁচের মধ্যে কাজ শেষ হবে ।
100% কমপ্লিট হবার পর আপনি উইন্ডো ক্লোজ করতে পারেন।
এবার আপনি আবার এই সফট ওপেন করুন।
Continue for free বাটনে আবার ক্লিক করুন।
আবার আগের মতো উইন্ডো আসবে। Continue বাটনের উপরে দেখুন Open Disk management console- এ ক্লিক করুন। নিচের মতো উইন্ডো ওপেন হবে।
এখানে দেখুন আপনার পেনড্রাইভ পুরো সাইজটাই দেখাচ্ছে।এবার পেনড্রাইভের সেকসনের ওপরে রাইট ক্লিক করুন।
ফরম্যাট অপসানে ক্লিক করুন আপনি Fat/Ntfs জেটা খুশি সিলকেসান করে দিন।Ntfs দিলেই ভালো কারণ তাতে কপি করার সময়ে দ্রুত কপি হবে।.
ফরম্যাট শেষ হলে দেখবেন আপনি আপনার পুরো জায়গা ফিরে পেয়েছেন। :) :) :)
*********************************************************************************************************************
*********************************************************************************************************************
হয়তো আপনার কাজে লাগতে পারে—

No comments:

Post a Comment

ধন্যবাদ.....

Pages (18)Previous 12345678 Next

Subscribe Us

back-to-top

Most Popular