দেখুন তো আমার ডেস্কটপের মত সুন্দর এবং আকর্ষণীয় করতে পারেন কিনা আপনার ডেস্কটপ কে।
সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা।
কোন আলাপ আলোচনা করবোনা এই সফটওয়্যার টি আমার পছন্দের একটি সফটওয়্যার । আর এর সাইজ এত বিশাল মাত্র ২.৭৭ এমবি তাও ফুল ভার্সন ফ্রী নয়।
বরাবরের মত ইন্সটল করে নেবেন এবং কী-জেন থেকে XUS- ডেস্কটপ ভার্সন সিলেক্ট করে কী নিয়ে রেজিস্টার করে শুরু করুন উপভোগ।
এবার একটু দিক নির্দেশনা দেই আপনাদেরকে। সফটওয়্যার টি ইন্সটল শেষে আপনার সিস্টেম টাস্কবারে এবং ডেস্কটপে ২ জায়গায় ই পাবেন।
যে কোন একটি ওপেন করুন এবং দেখুন নিচের চিত্রের মত পাবেন
এই হল আমার ডেস্কটপের চিত্র । এখানে আমি আমার ডেস্কটপের সব আইকন গুলো কে সাজিয়ে ফেলেছি তাই আপনি কি ভাবে সাজাবেন নিচে আরেকটি
চিত্র দিয়ে দেখাচ্ছি।
দেখুন আমি মাউস দিয়ে মজিলা ফায়ার ফক্সকে কারসর করে টেনে এই ব্লাঙ্ক আইকনের উপর চেড়ে দিলাম এবং সেটি বসে গেল এখানে এবার আপনি ব্রাউজ ও করতে পারবেন এখানে ক্লিক করে । ডেস্কটপের সৌন্দর্জ এবং আকর্ষণীয় করে তোলার জন্য আপনি চাইলে ডেস্কটপে সব ব্রাউজিং আইকন গুলকে এখানে টেনে এনে ছেড়ে দিয়ে সাজিয়ে তারপর ডিলেট ও করে দিতে পারেন। আমি ও তাই করেছি।
এবার উপরের ছবির মাঝে যেখানে আমার ছবি ছিল নাম্বার-১ সেখানে কি ভাবে আপনার ছবি লাগাবেন সেটা জানুন। প্রথমে ঠিক সেখানেই ক্লিক করুন মাঝখানে রাইট ক্লিক তারপর দেখবেন আরেকটি সাইট ভিউ আসবে সেখানে সিলেক্ট করুন Modify user name & user account.এবার আপনি যেখানে ছবি সেভ করে রেখেছেন সেখান থেকে সিলেক্ট দিন এবং সেভ ও হয়ে গেল আপনার ছবি।
নাম্বার-২ এখানে মাউস দিয়ে ক্লিক করুন এবং আপনার পিসিতে যত ফাইল এবং হার্ডডিস্ক ফাইল গুলিকে খুব সহজে এক্সেস করতে পারবেন। নাম্বার-৩ সাধারন ভাবে কম্পিউটার এক্সেস করা। এবার আসি আইকন সেটিং নিয়ে, অনেকে হয়ত আমাদের মত এত বেশি প্রোগ্রাম ইউজ করেন না বা অনেকে আমাদের চেয়ে বেশী করে থাকেন। এখন আপনার ডেস্কটপে মোট আইকন আছে ধরুন ২০/২৪ টি কিন্তু এখানে দেখা জাচ্ছে এই সফটওয়্যার এর আইকন টোটাল ১৮/বা ২০ টি তাহলে বাকি আইকন গুলি কি ভাবে সেভ করবেন এখন সেটিং থেকে শুধু সিলেক্ট দিয়ে আইকন বাড়াতে এবং কমাতে পারবেন।
এবার দেখুন তার জন্য নিচের এই চিত্র।
এবং আপনাকে সেটিংস এ যেতে হবে এর সেটিংস এর জন্য আপনি আপনার ছবির উপর ক্লিক করুন এই সফটওয়্যার এর মাঝে যেখানে আপনার বা আমার ছবি আছে বা ছিল। এবং রাইট ক্লিক করুন এবং সেটিংস নির্বাচন করুন।
এই ইউন্ডো টি আসবে Appearance. ক্লিক করুন এবং সেটিংস ঠিক করুন
১-নরমাল আইকন সাইজ ? আপনি ডেস্কটপে যখন মাউস রাখবেন আইকনের উপর তার বড় ছোট নির্ধারণ করবেন
২ ম্যাগ্নিফেড আইকন সাইজ ৭০ পিক্সেল রাখুন
৩- এর মাধ্যমে আপনার ডেস্কটপের এই সফটওয়্যার এর পুরো ডায়ামেনশন নির্ধারণ করতে পারবেন যেমন আইকন
গুলোর সাইজ ছোট এবং বড় করা।
৪- আইকন সংখ্যা । ডেস্কটপে কতগুলি আইকন দেখতে চান আপনার আইকন হিসেবে এখানে সংখ্যা নির্ধারণ করে দিন
সফটওয়্যার ডাউনলোডের জন্য ক্লিক করুন লিঙ্ক টিতে >>https://www.dropbox.com/s/5wi5o48qjwr5m14/XUSDesktopSetup.by%20%28%20Miyaji%20%29.rar
কী-জেন এর জন্য ক্লিক করুন এই লিঙ্কে >>https://www.dropbox.com/s/3w40bq9vgujlbn5/XUS%20Keygen.by%20%28%20Miyaji%20%29.rar
ভুল হলে ক্ষমা চোখে দেখবেন।
আল্লাহ হাফিজ
No comments:
Post a Comment
ধন্যবাদ.....