স্বাগতম স্বপনীল ভুবনে: January 2013

About

Wellcome To Visit My Website..Thank You..!

Sunday, 6 January 2013

XP Setup করুন ১০ মিনিটে !!

আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা প্রায়ই কারনে / অকারনে Xp ইনস্টল করেন।আর Xp ইনস্টল করতে গেলে ঝামেলাও কম নয়। সময় ও লাগে অনেক। আজ আমি যে টিপসটি দিতে যাচ্ছি সেটা হয়ত অনেকেই জানেন! কিন্তু যারা জানেন না আশাকরি তাদ ের খুব উপকারে আসবে! সাধারণত Xp ইনস্টল করতে 40 মিনিট লাগে, কিন্তু আপনি যদি আমার পদ্ধতিতে ইনস্টল করেন তাহলে আশাকরি আপনি 10 মিনিটে করতে পারবেন! কি ভাবতেই অবাক লাগছে তাইনা?তো কথা না বাড়িয়ে কাজে চলে আসলাম: • Windows Xp সিডি সিডি-রম এ প্রবেশ করান। • এবার ঐ সিডি দিয়ে বুট করান। • সব ফাইল গুলো লোড হবার পর আপনি পার্টিশন নির্বাচন Option পাবেন। • তারপর আপনার পছন্দের ড্রাইভ নির্বাচন করুন। • এবার পার্টিশানটির Format System- NTFS অথবা FAT সিলেক্ট করুন। • Format করা হয়ে গেলে ইনস্টলেশনের জন্য প্রয়োজনীয় সব ফাইল সয়ংক্রীয়ভাবে আপনার সিস্টেমে কপি করতে থাকে। • কপি হয়ে গেলে কম্পিউটার Restart নিবে বা আপনি নিজেই Enter টিপে Restart করুন। এখন 10 মিনিটের ব্যাপারটা দেখুন: • পুনরায় বুট হবার পর আপনি একটি স্ক্রিন দেখতে পাবেন।সেখানে লেখা আছে আপনার উইন্ডোজ সেটআপ নিতে 40 মিনিট সময় লাগবে। • এখন আপনার কি-বোর্ডের Shift+F10 কী প্রেস করুন। • এখন কমান্ড প্রম্পট প্রর্দশিত হবে। • Enter “Taskmgr” কমান্ড দিলে উইন্ডোতে একটি টাস্ক ম্যানেজার খুলবে। • Process ট্যাবে ক্লিক করুন। • এখানে setup.exe লেখাটি খুজে বের করুন। • Setup.exe উপর রাইট ক্লিক করুন। • তারপর Set Priority ক্লিক করুন। • সেখান থেকে High অথবা Above Normal লেখাটি নির্বাচন করুন। আর দেখু

চোখের ইশারায় চলবে কম্পিউটার।মাথা না ঘুরে উপায় নেই।মাথা নড়াতে হবেই।কেমন হয় যদি আপনার নড়াচড়ায় কম্পিউটার চলে।কি পারবেন না? চলুন দেখি কিভাবে মাথা ঘুরায়।


যা যা লাগবে। আগের মতই।
১. একটি কম্পিউটার।
২. একটি ওয়েবক্যাম।
তারপর নিচের লিংক থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন। http://sourceforge.net/projects/eviacam/?source=dlp
সফ্টওয়ারটি কিভাবে চালাবেন তা আস্তে আস্তে লিখে দিব।নিজেরাও পারবেন।
যেভাবে কাজ করবেন।
প্রথম ধাপ: কিছু না জানা থাকলে শুধু নেক্সট ক্লিক করুন। সর্বশেষ ফিনিশ।
দ্বিতীয় ধাপ (একটু লম্বা):
১. প্রথমে সফ্টওয়ারটি ইনস্টল করে নিন তারপর ডাবল ক্লিক করে সফ্টওয়ারটি চালু করুন।
২. এই লেখাটি Welcome to the eViacam comfiguration wizard
আসবে। নেক্সট ক্লিক করুন।
৩. এখন Camera setup আসবে।আপনার ক্যামেরা চেক করবে। Camera setting

নিয়ে নিন Glass Skin Theme Pack এর নতুন version।


সসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।কি করবো নতুন কোন কিছু পেলে আপনাদের সামনে হাজির হতে হয়।যাই হোক কাজের কথায় আছি।আমি এর আগেও এই  পোস্টটি করেছি তাই আমি  just copy করলাম ।এটা নতুন বের হয়েছে তাই আবার  share করলাম।
এটি একটি skin pack।এটি শুধু উইন্ডোজ ৭ এ সাপোর্ট করে।এই skin pack দিলে কম্পিউটার অনেক ফাস্ট হয়।আমি নিজে ব্যবহার করছি কম্পিউটার অনেক ফাস্ট আর ব্যবহার করে অনেক মজা পাছছি।প্রথমে ডাউনলোড করবেন।পরে ডাউনলোড হলে ইন্সটল করবেন ইন্সটল করর সময় দেখবেন ৩ টা ফাইল আসবে যদি টিক থাকে তাহলে ঠিক আছে।যদি না থাকে তাহলে দিয়ে দিবেন। ইন্সটল হয়ে গেলে কম্পিউটার রিস্টাট করবেন।ব্যাছ হয়ে গেল।এরপর নিচের মত আসবে। যাদের ৩২ বিট তারা ৩২ বিট ডাউনলোড করবেন।আর যাদের ৬৪ বিট তারা ৬৪ বিট ডাউনলোড করবেন।
যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন তারা ভুলাও ডাউনলোড করবেন না। কিছু হলে

Saturday, 5 January 2013

আপনার পেনড্রাইভে কি কোনো কারণে জায়গা কমে গেছে? (যেমন- 4 Gb পেনড্রাইভ 2 Gb দেখাচ্ছে ) চলুন সমাধান করে ফেলি ।


আপনার পেনড্রাইভের জায়গা কি কোনো কারণে কম দেখাচ্ছে ? কম্পিউউটার ম্যানেজমেন্ট / ডিস্কম্যানেজ মেন্ট থেকেও কোনো সুরাহা করতে পারছেন না? চলুন দেখি আপনাকে কোনো রকমসাহায্য করতে পারি কিনা ! কারণ আমিও এক ই সমস্যায় পড়েছিলাম।
কোন কারণে আমার এই সমস্যা শুরু হয়েছিল
আমি আমার পেন ড্রাইভে গুগলের Chrome Os Vanila বুট করেছিলাম। পরে ওটাকে ফর্মাট করেই ঝামেলার শুরু। আমার 4 Gb পেনড্রাইভ 2 gb দেখায় । কম্পিউটার ম্যানেজমেন্টে গেলে পুরো পেন ড্রাইভের জায়গার হিসাব পাই বটে কিন্তু আন-অ্যালোকেটেড দেখায় বাকি অংশ।
সাধারণ ভাবে অন্য সময় ডিলিট অপসন দেখায়। কিন্তু এখন আর ডিলিট অপসন পাই না।

Transcend এর পেনড্রাইভ ডেড হয়ে গেছে ? সারাতে পারছেন না ? NO চিন্তা Do ফূর্তি


আমার কলিগ আমার কাছে একটা সিনেমা চেয়েছিল।বসে বসে পেন ড্রাইভে সেটা কপি করছিলাম। নিচ থেকে ডাক আসলো- শুনছো ভাতটা খেয়ে গেলে ভালো হয়।
দুষ্টু মিষ্টির মা মানে আমার স্ত্রী স্বাতীকে এসব ব্যাপারে একটু ভয়ই করি। বিছানায় শুয়ে কথা বন্ধ করে দেওয়া কতক্ষণ সহ্য করা যায় !
তাড়াতাড়ি আমার Transcend এর পেনড্রাইভ খুলে নিলাম। ওই যে safely remove your hardware …ওসব করে পেনড্রাইভ খোলা আমার অসহ্য লাগে। আর এখন তো একদমই টাইম নেই।
নিচে গিয়ে খাওয়াদাওয়া সেরে উপরে এলাম। হঠাৎ মনে পড়ল আমার সেই কলিগ টেরাকপি সফটওয়্যারও চেয়েছিলো। সুতরাং আবার usb পোর্টে পেনড্রাইভ ঢুকালাম।কি ব্যাপার ! আমার পেন ড্রাইভ অটো-ওপেন হয়।কিন্তু কোন option  এল না কেন ? যাহোক কোনো একটা কিছু হয়েছে বোধ হয়। যাকগে My Computer থেকেই ঢুকি। আমার পেনড্রাইভের আইকনে ডাবল ক্লিক করলাম। ও মা এ কী মেসেজ দিচ্ছে ?  ‘Please insert a disk into Drive M’ ।

Thursday, 3 January 2013

Mp3 মিউজিক এডিটর ( গানকে করুন আরও আকর্ষণীয় )


Mp3 মিউজিক এডিটর ( গানকে করুন আরও আকর্ষণীয় )


জানুয়ারী 3, 2013
লিখেছেনঃ SUMON
বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি Mp3 Music Editor 7.0.1 নামের একটি ছোট সফট। যা দিয়ে আপনি যে কোনMp3 গানকে প্রায় ৩০ টিরও বেশী ভাবে এডিট করে বিভিন্ন ফরম্যাটে নিতে পারেন। যেমন- গান এর স্বর মোটা চিকন, দ্রুত, ইকো আরও অনেক কিছু। এই জন্য আপনাকে যা করতে হবে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন Mp3 Music Editor 7.0.1 কে মাত্র ১৫ মেগাবাইট। ডাউনলোড করার পর উইন রার দিয়ে এক্সট্রাক্ট করে নিয়ে ইন্সটল করুন ও সিরিয়াল কি দিয়ে ফুল ভার্সন করে নিন। ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে————–

Tuesday, 1 January 2013

দেখে নিন কিভাবে win7 ও Xp কে windows 8 এর মত করে রুপান্তরিত করবেন।


দেখে নিন কিভাবে win7 ও Xp কে windows 8 এর মত করে রুপান্তরিত করবেন.


 
লিখেছেনঃSumon
আসসালামু আলাইকুম। সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।যাই হোক কাজের কথায় আছি।এটি একটি skin pack।এটি শুধু উইন্ডোজ ৭ , Xp Or Win 8 সাপোর্ট করে।এই থিম প্যাক সব উইন্ডোজ এ সাপোর্ট করে।এবার প্রথমে এখানে গিয়ে ডাউনলোড করবেন।তারপর যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন তারা ৩২ বিট=x86 ডাউনলোড করবেন।এবং যাদের ৬৪বিট তারা ৬৪বিট=x64 ডাউনলোড করবেন।আর যাদের xp তারা xp ডাউনলোড করবেন।
যাই হোক আবার কাজের কথায় আছি এবার install কথায় আছি।ডাউনলোড হলে নিচের মত করে install করবেন। install হয়ে গেলে রিস্টাট করবেন। :-P

দেখুন তো আমার ডেস্কটপের মত সুন্দর এবং আকর্ষণীয় করতে পারেন কিনা


 দেখুন তো আমার ডেস্কটপের মত সুন্দর এবং আকর্ষণীয় করতে পারেন কিনা আপনার ডেস্কটপ কে।

                            সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা।
কোন আলাপ আলোচনা করবোনা এই সফটওয়্যার টি আমার পছন্দের একটি সফটওয়্যার । আর এর সাইজ এত বিশাল মাত্র ২.৭৭ এমবি তাও ফুল ভার্সন ফ্রী নয়।
বরাবরের মত ইন্সটল করে নেবেন এবং কী-জেন থেকে XUS- ডেস্কটপ ভার্সন সিলেক্ট করে কী নিয়ে রেজিস্টার করে শুরু করুন উপভোগ।
এবার একটু দিক নির্দেশনা দেই আপনাদেরকে। সফটওয়্যার টি ইন্সটল শেষে আপনার সিস্টেম টাস্কবারে এবং ডেস্কটপে ২ জায়গায় ই পাবেন।
যে কোন একটি ওপেন করুন এবং দেখুন নিচের চিত্রের মত পাবেন
এই হল আমার ডেস্কটপের চিত্র । এখানে আমি আমার ডেস্কটপের সব আইকন গুলো কে সাজিয়ে ফেলেছি তাই আপনি কি ভাবে সাজাবেন নিচে আরেকটি
চিত্র দিয়ে দেখাচ্ছি।
Pages (18)Previous 12345678 Next

Subscribe Us

back-to-top

Most Popular