About
Wellcome To Visit My Website..Thank You..!
Friday, 28 June 2013
Saturday, 8 June 2013
facebook এ এ্যাকাউন্ট Block হচ্ছে।
তর্মানে facebook এ অনেকের এ্যাকাউন্ট কোন কারণ ছাড়াই block হচ্ছে।এতে lock খুলতে photo verification করতে হয়।যা ৯৯% ক্ষেত্রেহয়না। যদি আপনার
এ্যাকাউন্টে এ রকম জটিল পরিস্তিতি থেকে রক্ষা করতে চান তাহলে। নিচে ধাপ অনুসারন করুন।
১. Settings & privacy এ যান
২. Security এ যান
3. Secure Browsing টা disable a clickকরেন।
৪. এখানে বেশ কিছু question আছে। আপনার পছন্দ মত কোন প্রশ্ন বাছাই করে তার উত্তর
ঠিক করেন। এবার password দিয়ে সেভ করেন।ব্যাস আপনার কাজ শেষ।
******** ** তবে আরেকটি উপায়ও কাজটি করা যায়।
১. Settings & privacy এ যান
২. Security এ যান
৩. Trusted Contects এ যান
৪. এখানে আপনার ৩-৫ টি বন্ধুকে add করুন (যারা Trusted friend ) ৫. এবার password দিয়ে সেভ করেন।আপনার account a কোন সমস্যা হলে ঐ বন্ধুদের সাহায্য..!!
Wednesday, 5 June 2013
আপনার ফেইসবুক অ্যাকাউন্ট এর সব কিছু এখন ব্যাকআপ রাখুন নিজের কম্পিউটার অথবা ই-মেইলে
নানা কারণে অনেকের ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। অ্যাকাউন্ট বন্ধ হওয়া মানে অ্যাকাউন্টের সব তথ্য চিরতরে হারিয়ে যাওয়া! এসব তথ্যের নিরাপত্তার জন্য ফেইসবুক থেকে তথ্যগুলো ডাউনলোড করে ব্যাকআপ হিসেবে রাখতে পারেন। সম্প্রতি ফেইসবুকের চালু করা হয়েছে 'ডাউনলোড ইওর ইনফরমেশন' সুবিধা। এর মাধ্যমে ফেইসবুকের তথ্যগুলো ডাউনলোড করে রাখা যায়।
যে ভাবে ব্যাকআপ করবেন
ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করুন। এবার হোমপেইজের ওপর ডানপাশে
Accounts-এ ক্লিক করুন।ছবি বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
এখান থেকে Account Settings-এ ক্লিক করুন।
নতুন যে পেইজটি খুলবে তার একেবারে নিচে
Download your information নামে একটা ট্যাব পাবেন।
ear more লেখার উপর ক্লিক করুন। এরপর Download বাটনে একটি ক্লিক করুন,
যে ভাবে ব্যাকআপ করবেন
ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করুন। এবার হোমপেইজের ওপর ডানপাশে
Accounts-এ ক্লিক করুন।ছবি বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
এখান থেকে Account Settings-এ ক্লিক করুন।
নতুন যে পেইজটি খুলবে তার একেবারে নিচে
Download your information নামে একটা ট্যাব পাবেন।
ear more লেখার উপর ক্লিক করুন। এরপর Download বাটনে একটি ক্লিক করুন,
Saturday, 1 June 2013
আপনার ল্যাপটপ দিয়ে নিজেই হয়ে যান WiFi HotSpot এর মালিক
আজকাল আমাদের প্রায় সবার বাসাই ল্যাপটপ ব্যবহার করা হ্য়। আবার কারো কারো বাসাই একের অধিক ল্যাপটপ আছে, আবার এখনকার WiFi সহ Letest মোবাইল ফোন ও থাকে। আমারা যেহেতু সবাই ইন্টারনেট ব্যবহার করি তাই ইচ্ছা করলেই আমরা আমাদের ল্যাপটপের ইন্টারনেট অন্য ল্যাপটপে অথবা WiFi মোবাইল ফোনে ব্যবহার করতে পারি খুব সহজেই।
আপনার ল্যাপটপে যদি Windows 7 দেয়া থাকে তাহলে শুধু একটা Software দিয়ে আপনি খুব সহজেই আপনার ল্যাপটপকে WiFi HotSpot বানাতে পারবেন। Software টির নাম Connectify । এই Software টি ডাউনলোড করুন

এই লিংক
থেকে।
Software টি ডাউনলোড করে Install করুন। এরপর Software টি রান করুন।
- এবার আপনি যে নামে WiFi HotSpot বানাতে চান, WiFi Name এ সেই নাম দিন।
- এরপর Password এ আপনার Password দিন যেটা আপনার WiFi HotSpot ব্যবহারকারীরা লগিন করার জন্য ব্যবহার করবে।
- এবার আপনি আপনার ল্যাপটপে যে টাইপের ইন্টারনেট ব্যবহার করেন সেটার উপর ভিত্তি করে Internet অপশন নির্বাচন করতে হবে। আপনি যদি Broadband/Dial Up ব্যবহার করেন তাহলে Local Area Network নির্বাচন করুন।
- এবার Start HotSpot বাটনটা চাপুন।
- এবার আপনি আপনার অন্য যে ল্যাপটপে অথবা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করবেন সেখানে WiFi সার্চ করে আপনার WiFi HotSpot নির্বাচন করে Password দিয়ে লগিন করে প্রবেশ করুন ইন্টারনেট এর দুনিয়াতে।
Thursday, 30 May 2013
কিছু দারুণ তথ্য জেনে রাখুন,,কাজে লাগবে
₹ আপনি যখন মোবাইলে কোন নাম্বার ডায়াল করেন, তখন কানেকশন
পাওয়ার আগ পর্যন্ত,মোবাইল তার সর্বোচ্চ শক্তি ব্যাবহার করে। অর্থাৎ
এসময় মোবাইল থেকে সর্বোচ্চ রেডিয়েশন হয়।তাই এসময় মোবাইল
কানের কাছে না ধরেই রাখাই ভালো৷
কানের কাছে না ধরেই রাখাই ভালো৷
₹ টি.ভি দেখার সময় বাতি বন্ধ করবেননা। বাতি বন্ধ থাকলে টি.ভি হতে
নিক্ষিপ্ত ইলেকট্রন সোজা-সোজা চোখে আঘাত করে৷
₹ মনিটরের দিকে টানা আধা ঘন্টার বেশি তাকিয়ে থাকবেননা।
কিছুক্ষণের জন্য চোখ বন্ধ রেখে চোখকে রেষ্ট দিন।

₹ বাসে চলা-চলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো
নামার সময়
নামার সময়
অবশ্যই অবশ্যই অবশ্যই বাম পা প্রথমে দিয়ে নামবেন। বাস যত দ্রুত
চলুক শরীরের কন্ট্রোল রাখতে পারবেন।
₹ নিয়মিত নামাজ পড়ুন, মনের
অশান্তি দূর হবে৷
অশান্তি দূর হবে৷
[ ভাল লাগ্লে লাইক , কমেন্ট করুন ] পোষ্টটি উপকারী মনে হলে শেয়ার করে বন্ধুদেরও জানিয়ে দিন
Wednesday, 29 May 2013
Cyberlink YouCam 5.0 আপনার ওয়েবক্যাম চালানোর জন্য দারুন ইফেক্টসহ
আপনার ওয়েবক্যাক টা পরিচালনা করার জন্য দারুন একটি সফ্টওয়্যার Cyberlink YouCam । আর এর আপডেট ভার্সনটা নিয়ে এসেছি আমি। চমৎকার এবং আকর্ষনীয় ইফেক্ট সংযোজন করা হয়েছে এটাতে যা আপনি অনলাইনে চ্যাট করার সময় বন্ধুদের সাথে ব্যবহার করতে পারবেন।
> ফেইস ট্রেকিং এর মাধ্যমে চমৎকার সব এভাটর তৈরি করে নিতে পারবেন;
> আপনার ওয়েবক্যামের ভিডিওতে সহজেই 3D Virtual Objects যোগ করতে পারবেন;
> সুন্দর সুন্দর সব এনিমেটেড ইমোশন প্রকাশ করতে পারবেন চ্যাট করার সময়;
> বিভিন্ন ভার্চুয়াল স্থানে নিজেকে স্থাপন করতে পারবেন;
> বিভিন্ন এড অনস ইনষ্টল করে অনেক সাইটে আপনার ভিডিও শেয়ার করতে পারবেন;
> আরো নানা ধরনের সুবিধা পেয়ে থাকবেন ইউক্যামের এই ভার্সনটিতে।
তাই দেরী না করে এখুনি ডাউনলোড করে নিন মিডিয়া ফায়ার থেকেলিংক > > http://www.legalactionbd.com/sihab_soft/CyberLink%20YouCam%205%20PreActivated.exe
সাইজ মাত্র ১৫৫ মেগাবাইট। ডাউনলোডের পর র্যার ফাইলটি এক্সট্রাক্ট করে ইনষ্টল করে উপভোগ করুন ।
ধন্যবাদ সবাইকে; ভাল থাকবেন।
|| স্বাধীনতার বাকি রয়ে যাওয়া কিছু কথা ||
বিজয়ের মহামুহূর্তটি সূচিত হয়েছিল আজকের এই দিনে। ৯১ হাজার ৫৪৯ পাকিস্তানি সৈন্য প্রকাশ্যে আত্মসমর্পণ করেছিল। ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী মিত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিত্ সিং অরোরার কাছে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিলেন।
দেনদরবার নয়, কারও দয়ার দানে নয়, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের পর নত মস্তকে পাকিস্তানি বাহিনী পরাজয় মেনে নেয়। পৃথিবীতে নতুন একটি রাষ্ট্র হিসেবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
আর এই বিজয়ের মহানায়ক হিসাবে যিনি ইতিহাসে চির অম্লান ও ভাস্বর হয়ে আছেন তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আনন্দ অনেকভাবেই আসতে পারে জীবনে। কিন্তু মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খলমুক্তির জন্য প্রাণ উত্সর্গ করা যুদ্ধজয়ের আনন্দের কোনো তুলনা হয়! ৫৫ হাজার বর্গমাইলের এই সবুজ দেশে ৪১ বছর আগে আজকের এই দিনে উদিত হয়েছিল বিজয়ের লাল সূর্য। মুক্তিপাগল বাঙালি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিলো। যে সূর্য কিরণে লেগে ছিল রক্ত দিয়ে অর্জিত বিজয়ের রং।
সেই রক্তের রং সবুজ বাংলায় মিশে তৈরি করেছিল লাল সবুজ পতাকা। সেদিনের সেই সূর্যের আলোয় ছিল নতুন দিনের স্বপ্ন, যে স্বপ্ন অর্জনে অকাতরে প্রাণ দিয়েছিল এ দেশের ৩০ লাখ মানুষ। নয় মাসের জঠর-যন্ত্রণা শেষে এদিন জন্ম নেয় একটি নতুন দেশ, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করেছে এ দেশের দামাল ছেলেরা। এ যুদ্ধ ছিলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যুদ্ধ, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ, মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যুদ্ধ। মাতৃভুমির কপালে বিজয়ের লাল টিপ পড়াতে লাখো শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, হাজারো মা বোন সম্ভ্রম হারিয়েছেন। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি লাখ লাখ বীর শহীদের যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা।

এ লজ্জা আমাদের, এ অপমান আমাদের মায়ের মতো এই বাংলাদেশের।আসুন আজ আমরা শপথ নেই, মুক্তিযোদ্ধাদের রক্তে কেনা লাল-সবুজের বাংলাদেশে কোন যুদ্ধাপরাধীর জায়গা হবে না। যুদ্ধাপরাধীদের বিচার চাই।
Sunday, 26 May 2013
আপনার কম্পিউটার এর স্ক্রীন দেখতে পাবেন মোবাইল দিয়ে পৃথিবীর যে কোন জায়গা থেকে
বিছমিল্লাহির রাহমানির রাহীম
আজ আমি আপনাদেরকে একটি সফটওয়্যার দিব সেটির মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটার এর স্ক্রীন দেখতে পাবেন মোবাইল দিয়ে পৃথিবীর যে কোন জায়গা থেকে ।এমন কি টিম ভিউয়ারের মত আপনার কম্পিউটারের স্ক্রীন আপনার মোবাইলে দেখতে পারবেন এবং যাবতীয় কাজ করতে পারবেন। এর জন্য আপনার যা লাগবে তা হল-

1. কম্পিউটারে ইন্টারনেট সংযোগ
2. জাভাস্ক্রীপ্ট/ এড্রয়েড সাপোর্ট করে এমন একটি মোবাইল ও এতে ইন্টারনেট সংযোগ এখন আপনি এখানথেকে ছোট ফাইলটি নামিয়ে নিন এবং এটি এক্সট্রাক্ট করুন তাহলে এর মধ্যে 3 টি ফাইল দেখতে পাবেন .exe ফাইলটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন। ইন্সটল করার সময় আপনার নাম এবং ইমেইল চাইবে যে কোন একটি দিয়ে দিন এবং মনে রাখুন ও ওকে চাপুন এবার আপনার একাউন্ট নেম, এবং পাসওয়ার্ড চাইবে এখানে ও যা মনে হয় দিন ও মনে রাখুন। এবার ওকে করলে আপনার ইন্সটলেশন ও রেজিস্ট্রেশন শেষ হবে।
2. জাভাস্ক্রীপ্ট/ এড্রয়েড সাপোর্ট করে এমন একটি মোবাইল ও এতে ইন্টারনেট সংযোগ এখন আপনি এখানথেকে ছোট ফাইলটি নামিয়ে নিন এবং এটি এক্সট্রাক্ট করুন তাহলে এর মধ্যে 3 টি ফাইল দেখতে পাবেন .exe ফাইলটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন। ইন্সটল করার সময় আপনার নাম এবং ইমেইল চাইবে যে কোন একটি দিয়ে দিন এবং মনে রাখুন ও ওকে চাপুন এবার আপনার একাউন্ট নেম, এবং পাসওয়ার্ড চাইবে এখানে ও যা মনে হয় দিন ও মনে রাখুন। এবার ওকে করলে আপনার ইন্সটলেশন ও রেজিস্ট্রেশন শেষ হবে।
ডাউনলোড লিংকঃ www.mediafire.com/?lgfxm3mji5m (৪.৪এমবি)
এবার এই ফোল্ডারের ভিতর থেকে
Subscribe to:
Posts (Atom)
Link List
Most Popular
-
আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । পিসিতে বহু ভাবে ফ্রি নেট চালানো যায় । কিন্তু আমি আপনাদের সবচেয়ে সহজ , নিরাপদ ও সুবিধাজনক পদ্ধ...
-
আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন । ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা । আমি আইমান । জব এর পাশ...
-
বইয়ের দাম সাড়ে পাঁচ হাজার টাকা। স্বাস্থ্য অধিদফতর কিনেছে সাড়ে ৮৫ হাজার টাকায়। বালিশ কাণ্ডের চেয়েও ভয়ংকর স্ক্যান্ডাল! পুকুর খননে অভিজ্ঞতা অর্...