স্বাগতম স্বপনীল ভুবনে: May 2018

About

Wellcome To Visit My Website..Thank You..!

Wednesday, 23 May 2018

কাবাঘরের ইমামের চাইতেও কি আমাদের দেশের কিছু কিছু আলেমেরা বেশী জ্ঞানী হয়ে গেলো নাকী?

https://shopnilbubon.blogspot.my/

https://shopnilbubon.blogspot.my/
কাজী নজরুল ইসলাম রুটি বিক্রি করে যে কবিতা লিখেছেন,তা বড় বড় ভার্সিটির শিক্ষকদের পড়তে দাঁত ভাঙার দশা। আশ্চর্য! এখন যদি কোন ভার্সিটির শিক্ষক বলে কাজী নজরুলের চেয়ে তার শিক্ষাগত যোগ্যতা বেশি... অতএব সে বড়। কত বড় মুর্খ সে?
ঈমাম আবু হানিফা র: কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ফিকাহ শাস্ত্রে তার যে অবদান, তা বর্তমান জামানার 
এক হাজার মুফতি কি করতে পারবে?
আল্লামা নাসিরুদ্দিন আলবানী ঘড়ির মেকার ছিলেন, অথচ হাদিসের রেজাল শাস্ত্রে (সহি,জাল-জইফ নির্ধারন) তার যে অবদান.... বিংশ শতাব্দীতে কে আছে এমন?
জাকির নায়েক..... পেশায় একজন ডাক্তার। আল্লাহ তাকে মেধা দিয়েছেন অসাধারণ। কিছু বেদাতি মোল্লা যখন মিথ্যা কেচ্ছা, জাল হাদিস বয়ান এ ব্যস্ত, তিনি তখন কোরআন ও সহিহ হাদিসের প্রচার শুরু করেছেন বিশ্বব্যাপী। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেধা দেন, ক্ষমতা দেন,যা একাডেমিক লেখাপড়া দ্বারা সম্ভব নয়।
👍 কোন একাডেমীক সার্টিফিকেট নাই...সেই রাসুল স: বিশ্বের সর্বকালের শ্রেষ্ট মানুষ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান, যাকে ইচ্ছা তাকে দিয়ে ইসলামের খেদমত করান।
হিংসুকদের হিংসা আল্লাহর ইচ্ছাকে প্রতিরোধ করতে পারে না।
আল্লাহ তায়ালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।

গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে যেভাবে নিভাবেন শেয়ার করুন এবং মানুষ কে দুর্ঘটনা থেকে রক্ষা করতে এগিয়ে আসুন

গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে যেভাবে নিভাবেন শেয়ার করুন এবং মানুষ কে দুর্ঘটনা থেকে রক্ষা করতে এগিয়ে আসুন.

রমজানে যা করনীয় আমরা যখন এ মাসের গুরুত্ব অনুভব করলাম তখন আমাদের কর্তব্য হয়ে দাঁড়াল কীভাবে এ মাসেপ্রতিটি মুহূর্তকে কাজে লাগানো যায় সে প্রচেষ্টা চালানো। এ মাসে হেদায়াতের আলোকবর্তিকা আল-কোরআন নাজিল হয়েছে। এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করাহয়। একজন ঘোষণাকারী ভাল কাজের আহ্বান জানাতে থাকে ও খারাপ কাজ থেকে বিরত থাকতে বলে। সাথে সাথেএটমাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এ মাসে রয়েছে লাইলাতুল কদর যা হাজার মাস থেকে শ্রেষ্ঠ। আমাদেরঅনেকেধারণরমজান মাস সিয়াম পালন ও তারাবীহ আদায়ের মাস। ব্যাস ! আর কীসের আমল ? দিনের বেলা পানাহার থেকে বিরত থাকছি এটা কম

 কি? না, ব্যাপারটা শুধু এ টুকুতে সীমিত নয়। রমজান একটি বিশাল বিদ্যাপীঠ। এ রমজানে আমরা কি কি নেক আমল করতে পারি তার মধ্যে একটি আমাল হল আল-কোরআন অর্থসহ বুঝে বুঝে খতম বা তিলাওয়াত করা। নাবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :— الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة . . . সিয়াম ও কোরআন কেয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে…। হাদিসে এসেছে, রমজানে জিবরাইল রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে কোরআন পাঠ করে শোনাতেন। আর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পূর্ণ কোরআন তিলাওয়াতের মাধ্যমে জিবরাইলের কাছে তুলে ধরতেন। আল-কোরআন তিলাওয়াত হল সর্বশ্রেষ্ঠ জিকির।

Saturday, 19 May 2018

‘ম্যাগনেটিক’ সীমানা পিলার চুরি; পরিনামে ভয়াবহ বজ্রপাত !

প্রাচীন ‘ম্যাগনেটিক’ সীমানা পিলার স্থাপন নিয়ে অনেক গুজব ও জনশ্রুতি আছে । কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ‘ম্যাগনেটিক’ পিলার বলে আখ্যায়িত করছেন। আবার কেউ কেউ বলছেন এর মাধ্যমে বৃটিশরা আসলে এদেশের সব গোপন তথ্য চুরি করে নিয়ে যায়।
তবে আসল ঘটনা হচ্ছে- এদেশে বৃটিশদের শাষনের সময়কালে সীমানা পিলারগুলো ফ্রিকুয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটির দুরত্ব মেপে মাটির নীচে পুতে রাখা হয়েছিলো। যেগুলোর মধ্যে পিতল, তামা, লোহা, টাইটেনিয়ামসহ ধাতব চুম্বক সমন্বয়ে গঠিত হওয়ার কারনে বজ্রপাত হবার সময়ে ইলেকট্রিক চার্য তৈরী হয় সেটি সরাসরি এই পিলারগুলো শোষন করে আর্থিং এর কাজ করতো।
এতে করে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেতোনা। অসাধু কিছু লোক এই পিলারগুলো অনেক দামে বিক্রি করা যায় এরকম গুজব ছড়ায়। এ কারনে দেশের বিভিন্ন জায়গা থেকে পিলারগুলো নিষ্চিন্ন হয়ে গেছে। কিছু লোক এগুলোকে মহামুল্যবান বলে অপপ্রচার করে খুজে বের করে চুরি করে নিয়ে গেছে।
সীমান্ত পিলারগুলোর মধ্যে থাকা তামা পিতল, টাইটেনিয়াম জাতীয় ধাতবের সমন্বয়ে তৈরী বলে এগুলো বিদ্যুৎ সুপরিবাহি হয়ওয়াতে একে মহামুল্যবান বলে অপপ্রচারের ফলে এসব পিলার চুরি হতে থাকে।
বৃটিশ শাষন আমলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তির পিলার গুলো সারা দেশ জুড়ে মাটির নিচে পুতে রাখা হয়েছিল একটি নির্দিষ্ট দুরত্ব পর পর ফ্রিকুয়েন্সি মেপে মেপে। এখন যেমন মোবাইল ফোনের টাওয়ার বসানোর সময় একটা থেকে আরেকটার দুরত্ব আর ফ্রিকুয়েন্সি মেপে ম্যাপ করে বসানো হয় ।
আগেকার আমলে বজ্রপাতে নিহত হবার সংখ্যা ছিল অনেক কম যেটি এখন এতটা বেড়ে গেছে যে, মানুষ রীতিমতো চিন্তায় পড়ে গেছে । এখন সবাই বুঝতে পারছে কেন বৃটিশ আমলে এগুলো মাটির নিচে পুতে রাখা হয়েছিলো।
বজ্রপাতে মৃত্যু রোধকল্পে সরকারকে বৃটিশদের মতো করে পিলার স্থাপনের উদ্দোগ আবার গ্রহণ করা উচিৎ বলেও মতামত দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ।

লক্ষ্মীপুরে প্রবাসী স্বামীর স্বর্ণ-টাকা নিয়ে স্ত্রী উধাও !

লক্ষ্মীপুরের রায়পুরে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে সাথী আক্তার (১৯) নামে প্রবাসীর স্ত্রীর উধাও হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। স্ত্রীর খোঁজে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন স্বপন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মালয়েশিয়া ফেরত মো. স্বপন (৩২) থানায় ও আদালতে অভিযোগ করেছেন। গৃহবধু সাথী রায়পুর পৌরসভার মধুপুর গ্রামের ইব্রাহিম ওরপে সাকুর মেয়ে এবং একই গ্রামের প্রবাস ফেরত মো. স্বপনের স্ত্রী।
স্বপন সাংবাদিকদের জানান, গত বছরের ১৫ জানুয়ারী পারিবারিকভাবে সাথীকে বিয়ে করেন তিনি। বিয়ের দু’মাস পর ধার-দেনা করে মালোশিয়া চলে যান। তার ছয় মাস পর স্ত্রীর অনুরোধে মালয়েশিয়া থেকে দেশে এসে শুনেন তিনিসহ মা ও ভাইকে আসামী করে আদালতে নারী নির্যাতন মামলা করেছেন সাথী।
সেই মামলায় স্বপন আদালতে আত্মসমর্পণ করলে এক মাস ২৮ দিন কারাভোগ করে জামিনে বের হয়েছেন। এদিকে সাথী তালাকপ্রাপ্ত না হয়েও এক যুবকের হাত ধরে বৃহস্পতিবার রাতে তিন ভরি স্বর্ণ ও নগদ তিন লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুজি ও শ্বশুর-শাশুড়ির কাছ থেকে সহযোগীতা না পেয়ে স্বপন বাদী হয়ে থানায় ও আদালতে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত সাথীর সাথে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে তার মা শাহীনুর বেগম বলেন, আমার জামাতা স্বপন খারাপ প্রকৃতির মানুষ। তাকে বিদেশ যাওয়ার সময় দুই লাখ ২০ হাজার টাকা সহ বিভিন্ন সময় স্বর্ণ দেওয়া হয়। সে আমাদের সাথে চরম দূর্ব্যবহার করায় তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সাথী কোথায় আছে তা বলতে পারবো না।
স্থানীয় কাউন্সিলর মো. নোমান বলেন, স্বপন ও সাথীর পরিবার একই গ্রামের বাসিন্দা। আদালতে তাদের পারিবারিক বিষয় নিয়ে মামলা চলেছে। এই ব্যাপারে কোন বক্তব্য দিতে পারবো না।
Pages (18)Previous 12345678 Next

Subscribe Us

back-to-top

Most Popular