স্বাগতম স্বপনীল ভুবনে: April 2013

About

Wellcome To Visit My Website..Thank You..!

Sunday, 28 April 2013

এবার আপনার কম্পিউটারে লক লাগান যে লকটি আপনার সব কিছুর নিরাপত্তা দেবে এবং আপনি ছাড়া অন্য কেউ কিছুতেই খুলতে পারবে না এই লক

আসসালালামু আলাইকুম,



আশা করি সবাই ভাল আছেন এবং আমি দোয়া করি আপনারা সবাই যেন ভাল থাকেন এবং
আমার জন্য ও দোয়া করবেন।
এখন যে সফটওয়্যারটি আমি আপনাদের সাথে শেয়ার করবো
এটি মুলত ৪-টা কাজের জন্য আপনাকে নিরাপত্তা দেবে।
( ১ ) আপনার কম্পিউটার বা ল্যাপটপে কেউ আপনার অগোচরে এতে পেন ড্রাইভ ব্যাবহার
করতে পারবেনা,এবং সে যদি ও ইনপুট করে এতে যদি কোন ধরনের ভাইরাস থাকে তাহলে
আপনার পিসিতে সেটি ইনস্টল ও হবেনা( পরীক্ষিত )সে যদি আপনার পিসিতে পেন ড্রাইভ
ইউজ করতে চায়,আগে তাকে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে,তারপর সে তার পেন
ড্রাইভ ব্যাবহার করতে পারবে
( তবে সে চাইলে ভাইরাস স্ক্যান করতে পারবে শুধুমাত্র )
( ২ ) আপনার কম্পিউটার/ল্যাপটপ এর হার্ড ডিস্ক ও কেউ এক্সেস করতে পারবেনা
( ৩ ) যে কোন ধরনের আউটার হার্ড ডিস্ক এবং আউটার কোন কিছু সে ব্যবহার
করতে পারবেনা/ফ্লপি ডিস্ক ও নয়/( যদি ও এখন এর ব্যাবহার আর দেখা যায়না)
( ৪ ) আপনার পিসি বা ল্যাপটপ থেকে কেউ নেটওয়ার্কিং/শেয়ারিং করতে পারবেনা।
দেখুন এর ব্যাবহার

Wednesday, 17 April 2013

এখন সফটওয়্যার ছাড়াই ব্যবহার করুন স্কাইপি !


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
অনলাইনে প্রিয়জনদের সাথে চ্যাট করতে আমরা অনেকেই পছন্দ করি টেক্সট চ্যাট,ভিডিও চ্যাট,ভয়েস চ্যাট-চ্যাটের রয়েছে ইত্যাদি নানা ধরন।ভিডিও এবং ভয়েস চ্যাটের জন্য জনপ্রিয় মাধ্যম হলো স্কাইপি ।চ্যাটপ্রেমীদের কাছে স্কাইপির জনপ্রিয়তা তুমুল।
আপনি সবসময় তো সফটওয়্যার দ্বারাই ব্যবহার করলেন এবার আসুন একটু সফটওয়্যার ছাড়া স্কাইপি ব্যবহার করি।
এর জন্য আপনার যেতে হবে একটা সাইটে,এই সাইটে রয়েছে সফট ছাড়াই স্কাইপিতে চ্যাট করার সুন্দর ব্যবস্থা । আপনি শুধু লগইন করবেন ।
images (39)
ওয়েবসাইটে  যাওয়ার জন্য এখানে ক্লিক করুন।
তারপর আর কিছুই করতে হবে না । এছাড়াও এই সাইট থেকে মাত্র ৯৬৪ কিলোবাইটের ডেক্সটপ ক্লাইন্ট সফট নিয়ে তার দ্বারাও একইসাথে এমএসএস, ইয়াহু, এআইএম/আইসিকিউ, গুগল, মাই স্পেস বা স্কাইপ চ্যাটিং করতে পারবেন।
তো আর দেরি করবেন কেন এখনি শুরু করে দিন।  আমার মনে হয় আপনার সফটওয়্যার ছাড়া এটা দিয়েই বেশি ভাল লাগবে!পোস্ট তা ছোট হয়েছে তাই না কথা না দরকার থাকলে কি বলব!

ডাউনলোড করে নিন দারুন একটা High Quality Sound/Voice Recorder !


সবাই আশা করি ভাল আছেন।
আমাদের সবারই মাঝে মধ্যে সাউন্ড বা ভয়েস রেকর্ড করার প্রয়োজন পড়ে  , কিন্তু ভাল মানের রেকর্ডার না থাকলে রেকর্ড এর মান ভাল হয় না । আমি আজ আপনাদের সাথে যে রেকর্ডার টি শেয়ার করবো সেটা অনেক ভাল মানের High Quality Sound/Voice Recorder ! এবং সফট টি সম্পূর্ণ ফ্রী ওয়্যার !
 
(সংক্ষিপ্ত ব্যাবহার বিধি) – প্রথমে নিচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন , এবং নরমাল নিয়মে সেটআপ করুন , এখন উপরের পিকচার এর মত ইন্টারফেস আসবে , এখন তীর চিহ্নিত অংশে ক্লিক করলেই রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে :D ! এখন আরাম করে রেকর্ড করুন যা ইচ্ছা !
আসুন এই সফটওয়্যার টির কিছু গুণাবলী আপনাদের বলে দেই ।
  • এই Voice Recorder টি দিয়ে আপনে MP3/WMA/WAV ফরম্যাট এ রেকর্ড করতে পারবেন ।
  • এই সফট টি ওপেন করে আপনে আপনার পিসির অডিও সেটিং প্রিভিও করতে পারবেন এবং সেটিং চেইঞ্জ করতে পারবেন ।
  • User-friendly interface to operate with ease
  • Configuration presets with frequently used parameter settings
  • Proven safe and free programs without any malware
  • Compatible with Windows XP/Vista & Windows 7/8

নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করুন High Quality Sound/Voice Recorder মাত্র ১০,৬১ MB !
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Wednesday, 10 April 2013

কিভাবে ফেসবুকে Blue Text দিয়ে স্টেটাস অথবা Wall Post লিখবেন.


আমরা সবাই ফেসবুক ব্যবহার করি, এখন অনেকেই ফেসবুকে নানা পেজ দেখতে পাই, যারা হরেক রকম পোস্ট দেন কিন্তু মাঝে মাঝে তাদের লেখায় হাইপার লিঙ্ক ব্লু টেক্সট দেখা যায়, আজ আমরা জানবো কিভাবে ফেসবুকে নীল লিখতে হয়।
আপনাকে প্রথমে যা যা করতে হবে তা হলোঃ

  • যে লেখাটি ওয়ালে পোস্ট দিবেন তা লিখুন।
  • লেখা শেষ হয়ে গেলে যেখানটিতে আপনি নীল বা ব্লু টেক্সট এ্যাপ্লাই করতে চান সেই লেখার শুরুতে যান।
  • এইবার ইহা @[1: ]@@[1:[0:1:  পেস্ট করুন, এবং যেখানে নীল লেখা শেষ করতে চান সেই লেখার শেষ প্রান্তে যান, এবং ]] পেস্ট করুন এবার আপনার স্টেটাস পোস্ট করুন। আর দেখুন মজা !


Pages (18)Previous 12345678 Next

Subscribe Us

back-to-top

Most Popular