About
Wellcome To Visit My Website..Thank You..!
Monday, 29 December 2014
Friday, 12 December 2014
মেমোরি কার্ড নষ্ট? আসুন নিজে নিজেই ঠিক করি নষ্ট মেমোরি কার্ড
ফোন যতই দামি হোক না কেন, প্রাণভোমরা কিন্তু মেমোরি কার্ড। উপযুক্ত মেমোরি কার্ড স্পেস না থাকলে হ্যাং করতে পারে দামি ফোনও।
সাধারণত মেমোরি কার্ডের স্পেস হয় ৪ থেকে ৬৪ জিবি। কিন্তু মেমোরি কার্ড নষ্টও হয় আকছার। ফোনের মেমোরি কার্ড হঠাৎ খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হতে পারে। জেনে নিন কিভাবে নষ্ট হওয়া মেমোরি কার্ড ঠিক করবেন।
কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে কানেক্ট করুন। খেয়াল রাখুন, হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো মেমোরি কার্ড দেখালেও সেটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার আপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেনুর উপর দিকে কমান্ড প্রম্পট (cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run as administrator সিলেক্ট করে সেটি খুলুন। কমান্ড প্রম্প্ট চালু হলে এখানে chkdsk mr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ।
কম্পিউটারে কার্ডের ড্রাইভ দেখতে পেলে এখানে ‘চেক ডিস্ক’ সম্পন্ন হতে দিন। এখানে convert lost chains to files বার্তা এলে y টিপুন। এ ক্ষেত্রে ফাইল যদি ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি invalid file system দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করে Format-এ ক্লিক করুন। File system থেকে FAT নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।
নানাভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এবং বাহ্যিকভাবে নষ্ট প্রায় কার্ডকে ঠিক করতে ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে। মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা না গেলে আপনাকে এই সফটওয়্যার সমাধান দিতে পারে। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে ‘রিড’ করতে পারে না।
Sunday, 3 August 2014
উইন্ডোজ ৭ এর লগ ইন স্ক্রীন নিয়ে বিরক্ত, এবার যোগ করুন একটি নতুন স্টাইল
আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপ্নারা সবাই ? আশা করি ভাল আছেন । আমি ভাল আছি । আজকে আপনাদের দেখাব কীভাবে উইন্ডোজ ৭ এর লগ ইন স্ক্রীন চেঞ্জ করতে হয় । আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড এর কথা বলছি না । আমি পুরা স্টাইল এর কথা বলছি ।
কাজে আশা যাক । আমরা সবাই উইন্ডোজ ব্যবহার করি । আমি উইন্ডোজ ৭ এর পাশাপাশি উইন্ডোজ ৮ ও ব্যবহার করি । উইন্ডোজ ৭ এর একটি সুবিধা হল আপনি ইচ্ছা মতো কাস্টমআইজ করা যায় । এর আগেও একজন এরকম উইন্ডোজ ৭ এর লগইন স্ক্রীন পরিবর্তন এর পোস্ট করেছিল কিন্তু সেই ফাইলটি ছিল ৭০ এমবি ও অনেকের সমস্যা হয়েছে । তাই আজকে আমি আপনাদের এটা সেফ ভাবে ইন্সটল করা শিখাব । প্রথমে এই লিঙ্ক থেকে ফাইল টি ডাউনলোড করে নিন এখানে ক্লিক করুন
এরপর ফাইল এক্সট্রাকট করুন । পাসঃsugata
এরপর যা করণীয়ঃ
- InstallTakeOwnership.reg নামক ফাইল টি রান করুন এবং ইয়েস দিন।
- Win7LogonBackgroundChanger.exe খুলুন এবং এই ফোল্ডার টি সিলেক্ট করে Dark_Metro.jpg সিলেক্ট করে অ্যাপ্লাই দিন । একটা এররর দিবে । সমস্যা নাই এই এররর টি আসে । এখন alt+ctrl+del চাপুন আর দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড বদলায় গিয়েছে ।
- এরপর 64bitchecker.exe রান করুন ।
- যদি ৩২ বিট দেখায় তাহলে Resources ফোল্ডার থেকে x86 এ যান ।
- যদি 64 বিট দেখায় তাহলে Resources ফোল্ডার থেকে x64 এ যান ।
- এখানে authui.dll নামে একটি ফাইল পাবেন । এই ফাইল কে কপি করুন ।
- C:\Windows\System32 এ গিয়ে authui.dll খুজে রাইট ক্লিক করে take ownership দিন । এবার ফাইল টি রিনেম করুনঃauthui.dll.bak(নাম বদলানো যাবে না)
- এবার আমার দেওয়া authui.dll টি পেস্ট করুন । এবার alt+ctrl+del চাপুন আর দেখবেন আপনার লগইন বদলায় গিয়েছে ।
যদি কিছু না আসে আর কিছুক্ষণ পর একটা কালো স্ক্রীন আসে তাহলে এরকম করুনঃ
উইন্ডোজ ৭ এর ডিস্ক ঢুকান । রিপেয়ার সিলেক্ট করুন command prompt ওপেন করে এই কোড টি লিখুনঃ
cd %windir%\system32
del authui.dll
ren authui.dll.bak authui.dll
del authui.dll
ren authui.dll.bak authui.dll
বা
নিচের কোড টি দিতে পারেন তবে এটি খুব স্লো
sfc -scannow
নিচের কোড টি দিতে পারেন তবে এটি খুব স্লো
sfc -scannow
যদি উপকৃত হন বা কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করুন ।
ধন্যবাদ
Wednesday, 16 April 2014
গ্রামীনফোন ফ্রি নেট [ পিসি]
পিসিতে গ্রামীনফোন ফ্রি নেট ব্যবহার করার জন্য আমি সব শেষ Simple Server বিষয়ে টিউন করেছিলাম , যা এখনও কাজ করে । কিন্তু Simple Server বর্তমানে বেশ ঝামেলা করে , তাই আজ এই ছোট টিউন টি করলাম । আশা করি ভাল লাগবে ...।
১। APN- gpwap দ্বারা মডেম কানেক্ট করুন ।
২। এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে extract করুন ।
৩। লাল আইকন বিশিষ্ট XT181PP ফাইল ওপেন করুন ।
৪। Listen এ ক্লিক করুন ।
৫। Browser এবং IDM এ proxy- 127.0.0.1 , port- 8080 সেট করুন ।।
এবার গ্রামীনফোনে আনলিমিটেড ফ্রি নেট ব্যবহার করুন ।
Subscribe to:
Posts (Atom)