স্বাগতম স্বপনীল ভুবনে: October 2013

About

Wellcome To Visit My Website..Thank You..!

Wednesday, 16 October 2013

ধর্ম যার যার, উত্সব সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবার ঈদ হউক অনাবিল আনন্দের।

ধর্ম যার যার, উত্সব সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবার ঈদ হউক অনাবিল আনন্দের। ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক ও শুভেচ্ছা আমার সকল User, মডারেটর,  ও পাঠকগণকে।


এমন উত্সবের দিন্ আমরা সবাই নিশ্চয় উত্সবে মাতোয়ারা হবো, কিন্তু তার আগে আমরা যেন কিছুতেই ভুলে না যাই পাশের বাড়ির অসহায় বৃদ্ধা বিধবার কথা, সহায় সম্ভবহীন পুত্রকন্যা পরিজনহীন ( অথবা আত্মীয় স্বজন দ্বারা অবেহলিত, উপেক্ষিত) বৃদ্ধের কথা, ইয়াতিম গরীব শিশু কিশোর/কিশোরীর কথা, পঙ্গু অসহায় প্রতিবন্ধীর কথা, গরীব আত্মীয় স্বজনের কথা। 

আমরা যেন অন্তত এইটুকু ভাবি যে, আমার যেমন আনন্দ উল্লাস করতে ভালো লাগে, ঠিক একই অনুভূতি সবার মাঝেই বিরাজ করে। কিন্তু সামর্থের জন্যে অনেকে সেটা উপভোগ করতে পারে না। আমার ছেলেমেয়ের যেমন নতুন জামাকাপড় পরতে ভালো লাগে, প্রতিবেশি অন্ধ লোকটির ছেলেমেয়েরও পরতে ইচ্ছে করে। আমরা যারা মা বাবা থেকে দূরে আছি, তারা যেন কিছুতেই মা বাবা-র কথা ভুলে না যাই। আমার সন্তান দৌড়ে এসে যখন আমাকে বাবা/মা বলে ডাকে তখন গর্বে আমার বুকটা যেভাবে ভরে যায়, ঠিক একই কথা আমার বাবা/মা-র ক্ষেত্রেও প্রযোজ্য। তারাও আমাদের জন্যে আশায় বুক বেধে রাখেন, সন্তানের সাথে বসে দুই বেলা খাবার খাওয়ার অধিকার তাদেরও আছে। 

সর্বোপরি, দুঃখ কষ্ট গ্লানি এসব চেপে রাখাই শ্রেয় কিন্তু আনন্দ, আনন্দ বিলিয়ে দেওয়ার মধ্যেও আরো উচ্চতর ভিন্নতর আনন্দ আছে। আপন পর সবার মাঝে আনন্দ ভাগ করলে আনন্দ আরো বহুগুনে বেড়ে যায়। আমাদের সবার আনন্দ হউক সীমাহীন ও সর্বজনিন। যে কোনো ঠুন্ক বাধন ছিড়ে বেরিয়ে এসে আমরা যেন মানুষত্বকেই আপনা করতে পারি সবচেয়ে বেশি। আবারো ঈদ মোবারক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সমস্ত বাংলাদেশে, সকলের মনে ও প্রাণে।



=====================================00======================================
Pages (18)Previous 12345678 Next

Subscribe Us

back-to-top

Most Popular